বাংলায় ইসলামের আগমন ও সামজিক-সাংস্কৃতিক রূপান্তরের নীরব বিপ্লবঃ বিকল্প ইতিহাস পাঠ-১ -আইনুল বারী
৯৯.বাংলায় ইসলামের আগমন ও সামজিক-সাংস্কৃতিক রূপান্তরের নীরব বিপ্লবঃ বিকল্প ইতিহাস পাঠ-১ -আইনুল বারী -- ------------ ------------- (১) বাংলায় ইসলামের অনুপ্রবেশ ঘটেছিলো তিনটি চ্যানেলে। প্রথমতঃ আরব অঞ্চলের ব্যবসায়ীদের সাথে এ অঞ্চলের লোকালয়ের বাণিজ্যিক যোহাযোগের চ্যানেলে।আরব ব্যবসায়ীরা দীর্ঘ দিন যাবৎ এ অঞ্চলের মানুষের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে রেখেছিলো, তাদের মাধ্যমে আরবীয় সংস্কৃতির কিছু ছটা আর সেমিটিক ভাষার কিছু শব্দের অনুপ্রবেশ ঘটে, নবম-দশম-এগারো শতকের কাল পর্বে এসে অর্থাৎ প্রায় প্রথম যুগের ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটে অল্পবিস্তর। দ্বিতীয়তঃ বারো শতকের পর থেকে ক্রমাগত এ দেশে সুফী-সাধক-পীর-ফকির ইসলাম ধর্ম প্রচারকদের আবির্ভাব হয়। ভারতবর্ষ ও বাংলায় সুফীসহ বিভিন্ন ঘরণার ধর্ম প্রচারকদের স্রোতের মতো আগমনের একটি বড় ঐতিহাসিক কারণ ছিলো, দূর্ধষ মোংগল নেতা হালাকু খানের আক্রমণে বাগদাদের পতন ও ব্যাপক হত্যা্কান্ড ও ধ্বংসযজ্ঞ। হালাকু খানের এই আক্রমণ বলা চলে সেদিন একটি সভ্যতারই পতন ঘটিয়েছিলো । জ্ঞান-বিজ্ঞান-দর্শন চর্চার কেন্দ্রস্থল তথা রাজধানী ছিলো বাগদাদ, যুক্...