যখন সত্য এসেছে, মিথ্যাতো বিলুপ্ত হবেই -আইনুল বারী
৯১.যখন সত্য এসেছে, মিথ্যাতো বিলুপ্ত হবেই
-আইনুল বারী
-- --------
--------
'বলুন সত্য এসেছে, আর মিথ্যা অপসৃত হয়েছে।
(চিরদিন) মিথ্যাতো বিলুপ্ত হবেই।'
-সুরাহ আল ইসরা (রাতের ভ্রমণ), আয়াত ৮১
এক সত্যই যথেষ্ট, একা হাজার মিথ্যার বিরুদ্ধে
সত্য যতো দৃঢ় সংকল্প হবে মিথ্যার ভুবন ততো সংকুচিত হবে
শুধু প্রয়োজন সত্যবাদীর সাহসী হওয়া।
মিথ্যার প্রয়োজন হয় কুপ্রবৃত্তি, ছলনার,
পালিয়ে যাওয়ার পথ খুঁজতে...
সত্যের সাথে মিশে থাকে আত্মার পবিত্রতা আর আশাঘন
বিশ্বাস।
মানুষের প্রভু এ পৃথিবীতে মিথ্যার ওপর সত্যের শক্তি ও
মর্যাদা দিয়েছন।
কেনো দিয়েছেন সেটি জানার মানেই হলো শুদ্ধতার জ্ঞান।
আর তার অনুপ্রেরণায় চিন্তা ও কর্ম হলো এবাদত।
Comments
Post a Comment