সত্য ও অসত্যের তুলনা -আইনুল
১৩.সত্য ও অসত্যের তুলনা
-আইনুল বারী
-- ----
সত্য হলো পলি মাটির মতো। পাহাড়ি উপত্যকা বেয়ে যে নদীর
স্রোত সমতলে নেমে আসে, প্রবল বর্ষণে জলরাশির ঢল
নামে, প্লাবিত হয়
নদী-নালা-খাল-বিল। অতিরিক্ত পানি ভেসে চলে যায়, আর
পলি মাটির আস্তরণ পরে উর্বর হয়ে উঠে জমিন। সত্য এমন পলি মাটির মতো, জমিনকে উর্বর করে। আর মিথ্যা হলো ভেসে যাওয়া ফেনারাশির মতো। মিথ্যার
উর্বরতা শক্তি নেই, বরং তা অনাকাংখিত
জঞ্জালের মতোই ভেসে যায়।
আল্লাহ কী অসাধারণভাবে উপমা দিয়ে সত্য ও মিথ্যার তুলনা
করেছেন, নিচের আয়াতেঃ
'তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর উপত্যকা সমূহে নিজ নিজ পরিমাণ অনুসারে
স্রোতধারা প্রবাহিত হয়, তারপর প্রবল জলরাশির
বন্যা ফেনাকে ভাসিয়ে তোলে, যেমন অলঙ্কার ও তৈজসপত্র বানানোর সময় আগুনে উত্তপ্ত গলানো ধাতুর উপর ফেনা উঠে; এভাবে আল্লাহ সত্য ও অসত্যের উপমা দেন; ফেনা আবর্জনার মতো ভেসে চলে যায়, আর মানুষের জন্য যা কল্যাণকর তা জমিনে থেকে
যায়; আল্লাহ এভাবেই
দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।'- সূরাহ
রা'দ(অধ্যায়-১৩),আয়াত-১৭
Comments
Post a Comment