সত্য ও অসত্যের তুলনা -আইনুল



১৩.সত্য ও অসত্যের তুলনা
-আইনুল বারী 
--  ----

সত্য হলো পলি মাটির মতো। পাহাড়ি উপত্যকা বেয়ে যে নদীর স্রোত সমতলে নেমে আসেপ্রবল বর্ষণে জলরাশির ঢল নামেপ্লাবিত হয় নদী-নালা-খাল-বিল। অতিরিক্ত পানি ভেসে চলে যায়আর পলি মাটির আস্তরণ পরে উর্বর হয়ে উঠে জমিন। সত্য এমন পলি মাটির মতোজমিনকে উর্বর করে। আর মিথ্যা হলো ভেসে যাওয়া ফেনারাশির মতো। মিথ্যার উর্বরতা শক্তি নেইবরং তা অনাকাংখিত জঞ্জালের মতোই ভেসে যায়।



আল্লাহ কী অসাধারণভাবে উপমা দিয়ে সত্য ও মিথ্যার তুলনা করেছেননিচের আয়াতেঃ



'তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেনতারপর উপত্যকা সমূহে নিজ নিজ পরিমাণ অনুসারে স্রোতধারা প্রবাহিত হয়তারপর প্রবল জলরাশির বন্যা ফেনাকে ভাসিয়ে তোলেযেমন অলঙ্কার ও তৈজসপত্র বানানোর সময় আগুনে উত্তপ্ত গলানো ধাতুর উপর ফেনা উঠেএভাবে আল্লাহ সত্য ও অসত্যের উপমা দেনফেনা আবর্জনার মতো ভেসে চলে যায়আর মানুষের জন্য যা কল্যাণকর তা জমিনে থেকে যায়আল্লাহ এভাবেই দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।'- সূরাহ রা'দ(অধ্যায়-১৩),আয়াত-১৭

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী