ঈশ্বর সম্পর্কে আমাদের চিন্তার সীমাবদ্ধতা-১ -আইনুল
৩০.ঈশ্বর সম্পর্কে আমাদের চিন্তার সীমাবদ্ধতা-১
-আইনুল বারী
-- --- --
God, ইশ্বর, আল্লাহ সম্পর্কে আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে ঈশ্বরকে আমরা ব্যক্তি-সত্তা হিসেবে চিন্তা করতে অভস্ত। । মানবিক চিন্তার কিছু সীমাবদ্ধতা আছে, আমরা শুধু দুই উপায়ে বিষয়কে চিন্তা করতে শিখেছি,
হয়
anthropomorphism- এর সাহায্য নিয়ে,
নয়তো dehumanization-এর মাধ্যমে।
প্রথম ক্ষেত্রে আমরা বিমূর্ত ধারণার উপর ব্যাক্তি মানুষের বৈশিষ্ট্য আরোপ করি, যখন দ্বিতীয় ক্ষেত্রে উলটো করি, ব্যক্তি সত্তাকে যান্ত্রিক সত্তায় রূপান্তর করি। যেমন বস্তুবাদী চিন্তা্র মাধ্যমে মানুষকে একটি চেতনাহীন রোবটিক যন্ত্র হিসেবেও দেখা যায়। চিরন্তন বাস্তবতার জগত হুবহু আসলে কেমন আমরা কি আদৌ জানি? আমাদের চিন্তা ভাষায় পরিণত করি আর বাস্তবতাকে নানা নামে লেবেলিং করি(nomenclature), যা প্রকৃত অজ্ঞেয় বাস্তবতার পক্ষে এক ধরণের semantic
illusion তৈরি করে মাত্র।এভাবে বলা অত্যুক্তি হবে না। কাজেই ঈশ্বর সম্পর্কে আমাদের অবধারণ (judgment) অসম্পূর্ণ রয়ে যায়।
'study
me as much as you like,
you
will not know me,
for I
differ in a hundred ways
from
what you see me to be.
put
yourself behind my eyes
and see
me as I see myself,
for I
have chosen to dwell in a place
you
cannot see.'
ঐশ্বরিক অজ্ঞেয়তাকে মরমী সাধক Rumi তার কবিতায় কী অসাধারণ কাব্যিকতায় তুলে ধরেছেন! ঐশ্বরের অস্তিত্বতো সৃষ্টিজগতের অস্তিত্বের মতো নয়। তাঁকে গভীর অনুধ্যানে অনুভব করতে হয়।
Comments
Post a Comment