পিতা-মাতার প্রতি সম্মান প্রদর্শন-ইসলামের শিক্ষা -আইনুল বারী
৬৯.পিতা-মাতার প্রতি সম্মান প্রদর্শন-ইসলামের শিক্ষা
-আইনুল বারী
কুর'আনের কয়েকটি আয়াতে দেখবো ইসলামের শিক্ষায় পিতা-মাতার প্রতি শ্রদ্ধা ও সম্মান কতো গভীর!
'আর তোমার প্রতিপালকের নির্দেশ যে, তাঁকে ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে 'উফ!' শব্দটিও বলো না এবং তাদেরকে রূঢ় কথা বলো না, তাদের সাথে শ্রদ্ধাভরে কথা বলো।'
'তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা,
তাদের উভয়ের প্রতি রহমত বর্ষণ করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।'
-সূরাহ ইসরা, ১৭ঃ২৩,২৪
-সূরাহ ইসরা, ১৭ঃ২৩,২৪
'আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও
তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।'-সুরাহ লুক্বমান,
৩১ঃ১৪
'আর মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ প্রদান করলাম;তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করে ও কষ্টে তাকে প্রসব করে।গর্ভ ধারণ ও স্তনদানে তিরিশটি মাস সেখানে সময় লাগে, ফলে পূর্ণ শক্তি পেয়ে সে যৌবনে উপনীত হয়, যখন চল্লিশে পৌঁছে, তখন বলে, হে আমার প্রতিপালক! আমাকে আপনার অনুকম্পার প্রতি কৃতজ্ঞ হওয়ার সুযোগ দিন যা আমাকেও আমার পিতা-মাতাকে দিয়েছেন। আর যেনো আপনার নির্দেশিত সঠিক পথে চলতে পারি। আর আমাকে ভাগ্যবান সন্তান-সন্ততি প্রদান করুন। সত্যিকারভাবে আমি আপনার অভিমুখী হয়েছি,
এবং নিশ্চয় আমি আপনার প্রতি একজন বিনীত মুসলমান।’
‘এরা সে সব মানুষ যাদের সৎকর্মসমূহ আমি গ্রহণ করি, এবং তাদের যাবতীয় গুনাহ আমি মাফ করে দিবো, এরাই বেহেশতবাসীর অন্তর্ভুক্ত হবে, তাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হবে।’
-সুরাহ আহক্বা-ফ (অধ্যায়)-৪৬, আয়াত-১৫-১৬
-সুরাহ আহক্বা-ফ (অধ্যায়)-৪৬, আয়াত-১৫-১৬
Comments
Post a Comment