ধর্মচর্চা এতো কঠিন কেনো? -আইনুল বারী
৭০.ধর্মচর্চা এতো কঠিন কেনো?
-আইনুল বারী
-- -- --- -----
আমরা ধর্মের সাধারণ নির্দেশনাবলীকে এতো কঠিন মনে করি কেননা সেগুলি এখনো স্বভাবের অন্তর্গত করে তুলতে পারিনি। তাই তা নৈতিক জীবনে অবশ্য পালনীয় 'ধর্ম' নামের কঠিন অনুশাসন হিসেবে বিদ্যমান রয়েছে। যখন তা ক্রমাগত চর্চার মাধ্যমে কোনো জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে আচার-অভ্যাসে পরিণত হবে তখন ধর্ম জীবন আচারের সাধারণ অভ্যাসগত সংস্কৃতিতে পরিণত হতে থাকবে। তখন আমাদের স্বাভাবিক ও সহজাত মূল্যবোধ তথা সভ্যতা হিসেবে প্রজন্ম থেকে প্রজন্ম বিকশিত হবে। আজ যা আত্ম-শুদ্ধির কঠোর সংগ্রাম বলে মনে হচ্ছে, আগামীতে তা হবে স্বাভাবিকতার সহজ সংস্কৃতি। আজকে সত্য বলার জন্য সংগ্রাম করতে হলেও সেদিন কেউ মিথ্যে বলতে পারবে, চাইবে না। আজকে পাশেই অন্যকে ক্ষুধার্ত রেখে নিজের রসনা তৃপ্তিতে অস্বস্তিবোধ না হলেও সেদিন তা বড় ধরণের অপরাধ মনে হবে। মনে হয়, পৃথিবীর সেদিকে এগুনো ছাড়া আর কোনো পথ খোলা নেই।
Comments
Post a Comment