ভালো কাজ, ভালো উদ্দেশ্য ছাড়া অর্থহীন। -আইনুল
২৪.ভালো কাজ, ভালো উদ্দেশ্য ছাড়া অর্থহীন।
-আইনুল বারী
-- --- ---
ভালো কাজ, ভালো উদ্দেশ্য ছাড়া অর্থহীন -------
ধরা যাক দু'জন ব্যক্তি একটি কল্যাণ সংস্থার কোনো দায়িত্বশীল পদে আসীন হতে চেয়েছিলো। তারপর তারা দু'জনেই ভাগ্যক্রমে দুই টার্মে কল্যাণ সংস্থার ঐ উচ্চপদে নির্বাচিতও হলো। আর উভয়েই সম মেয়াদে একই ধরণের জনহিতকর কর্মকান্ডে নিয়োজিত থাকলো। কিন্তু দু'জনের উদ্দেশ্য ছিলো ভিন্ন।
এক জনের কাছে কল্যাণ সংস্থার ঐ উচ্চপদটি লাভ করাই ছিলো প্রধান লক্ষ্য। কেননা সে অর্থ-বিত্ত চায় নি, চেয়েছিলো উচ্চ মর্যাদা-সম্মান,প্রতিপত্তি, আভিজাত্য ও আন্তর্জাতিক স্বীকৃতি। আর এজন্যই সে দিনরাত লোক দেখানো ভালো কাজগুলি করে গেছে। তার ভালো কাজগুলি ছিলো ব্যবস্থাপকের পদ আঁকড়ে থাকার উপায়।
অন্যদিকে, অন্য জনের প্রধান লক্ষ্য ছিলো কল্যাণ সংস্থার কাজগুলি বাস্তবায়ন করে দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানো। স্বার্থ পূরণের জন্যে উচ্চ পদটির প্রতি তার কোনো লোভ ছিলো না। তার কাছে পদটি ছিলো ভালো কাজগুলি করতে পারার সহজ উপায়।
দু'জন ব্যবস্থাপক একই পদে সম মেয়াদে আসীন থেকে সম পরিমাণ ভালো কাজ করলেও তার কি উভয়ে সমান ভালো মানুষ?
তাদের নৈতিক চরিত্র কি সম পর্যায়ের? নিশ্চয় তা নয়। যে কোনো ভালো কাজ ভালো উদ্দেশ্য ছাড়া অর্থহীন, নিষ্ফল।
'তারা সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনেই নিষ্ফল হয়েছে, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে।'- সূরাহ কাহফ(অধ্যায়-১৮), আয়াত-১০৪
ধরা যাক দু'জন ব্যক্তি একটি কল্যাণ সংস্থার কোনো দায়িত্বশীল পদে আসীন হতে চেয়েছিলো। তারপর তারা দু'জনেই ভাগ্যক্রমে দুই টার্মে কল্যাণ সংস্থার ঐ উচ্চপদে নির্বাচিতও হলো। আর উভয়েই সম মেয়াদে একই ধরণের জনহিতকর কর্মকান্ডে নিয়োজিত থাকলো। কিন্তু দু'জনের উদ্দেশ্য ছিলো ভিন্ন।
এক জনের কাছে কল্যাণ সংস্থার ঐ উচ্চপদটি লাভ করাই ছিলো প্রধান লক্ষ্য। কেননা সে অর্থ-বিত্ত চায় নি, চেয়েছিলো উচ্চ মর্যাদা-সম্মান,প্রতিপত্তি, আভিজাত্য ও আন্তর্জাতিক স্বীকৃতি। আর এজন্যই সে দিনরাত লোক দেখানো ভালো কাজগুলি করে গেছে। তার ভালো কাজগুলি ছিলো ব্যবস্থাপকের পদ আঁকড়ে থাকার উপায়।
অন্যদিকে, অন্য জনের প্রধান লক্ষ্য ছিলো কল্যাণ সংস্থার কাজগুলি বাস্তবায়ন করে দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানো। স্বার্থ পূরণের জন্যে উচ্চ পদটির প্রতি তার কোনো লোভ ছিলো না। তার কাছে পদটি ছিলো ভালো কাজগুলি করতে পারার সহজ উপায়।
দু'জন ব্যবস্থাপক একই পদে সম মেয়াদে আসীন থেকে সম পরিমাণ ভালো কাজ করলেও তার কি উভয়ে সমান ভালো মানুষ?
তাদের নৈতিক চরিত্র কি সম পর্যায়ের? নিশ্চয় তা নয়। যে কোনো ভালো কাজ ভালো উদ্দেশ্য ছাড়া অর্থহীন, নিষ্ফল।
'তারা সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনেই নিষ্ফল হয়েছে, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে।'- সূরাহ কাহফ(অধ্যায়-১৮), আয়াত-১০৪
Comments
Post a Comment