প্রার্থণার অন্তর্নিহিত শক্তি কোথায়? -আইনুল বারী
৬৪.প্রার্থণার অন্তর্নিহিত শক্তি কোথায়?
-আইনুল বারী
-- -- --
আল্লাহ এমন এক সত্তা যা 'সবার উপরের' শক্তিমান ও পরম করুণাধারায় সিক্ত,যার সমীপে প্রার্থণার প্রয়োজনীয়তা এজন্য যে, সে প্রার্থণা মানুষের গভীর অন্তকরণ থেকে উৎসারিত হয়,তা হলো এমন এক আশ্রয় যা মানুষকে বারবার আশাবাদী হয়ে উঠতে সাহায্য করে, বিপদ কাটিয়ে নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, মানুষকে দেয় নিজের প্রতি সত্যিকার আত্ম -বিশ্লেষণের সুযোগ।
'ও আমার মহান প্রতিপালক! আমি যেনো পথচ্যুত না হই, আমি হয়তো একটি শংকাময় অন্যায় পথে হাঁটছি, আমি বারবার ভুল করে, ব্যার্থ হয়েও হাল ছাড়িনি, তুমি সব জানো, তাই তুমি আমাকে নিরাপদ রেখো।'
এমন প্রার্থণা হৃদয় থেকে উচ্চারিত হলে আত্ম-শুদ্ধতার জন্যে চেষ্টারত বিশ্বাসী মানুষ দেখবে কোনো সোনালি পরশে অন্যায় পথটি পাল্টে গেছে, ন্যায়ের দিকে, এ হলো পবিত্র বিশ্বাস। যে মানুষটিকে এতোদিন খুব খারাপ মনে হয়েছে সেই হয়তো হয়ে গেল কোনো জীবন পাল্টে দেয়া শিক্ষণীয় কেউ। যে পরিস্থিতির মুখোমুখি হতে কম্পমান, ভয় তাড়া করছে, হয়তো সেই পরিস্থিতিই তার কার্যকারণে এনে দিলো অবারিত সুখ-শান্তি। যে সমস্যাটি অনন্তকালের যাতনা বলে মনে হচ্ছে, তার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সত্যিকার মর্যাদাবোধ ও পুরষ্কার।
প্রত্যেক ঘটনাকে নতুন অর্থ দেয়ার, নতুন ভাবে সাজানোর, নতুন দিকে মোড় নেয়ার, নতুন শক্তিতে আবির্ভুত হবার ক্ষমতা আছে প্রার্থণার। যদি তা আত্ম-শুদ্ধির জন্য সত্যিকার প্রার্থণা হয়। আমরা কতোটুকু জানি?
Comments
Post a Comment