আয়াত ১৭ঃ৩৬-আল্লাহ কি অন্ধবিশ্বাসে কোনো কিছু মেনে নিতে বা তা অনুসরণ করতে বলেছেন? ----------- না। এর পক্ষে নিচের আয়াতটিই যথেষ্ট মনে করি। 'যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তা অনুসরণ করো না; নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আর অন্তকরণ- এদের প্রত্যেটির ব্যাপারে জিজ্ঞাসিত হবে।'-সূরাহ ইসরা(অধ্যায়-১৭),আয়াত-৩৬ অর্থাৎ জ্ঞানশূন্যভাবে (অবোধের মতো) কোনো বিষয় গ্রহণ করা উচিত নয়। আল্লাহ আমাদের শোনার শক্তি, দেখার শক্তি আর বিবেক-বোধ দিয়েছেন। এ গুলির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমেই কোনো বিষয়ে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। আর জ্ঞানেন্দ্রিয়ের যথাযথ ব্যবহারের জন্য আমরাই দায়ী। আমরা যদি ইচ্ছাকৃত অজ্ঞতার ডুবে থাকি, যদি অন্ধবিশ্বাসী থাকতে চাই তা হলে, এ জন্য আল্লাহর কাছে আমাদেরকে অপরাধী হতে হবে।

১২.আয়াত ১৭ঃ৩৬-আল্লাহ কি অন্ধবিশ্বাসে কোনো কিছু মেনে নিতে বা তা অনুসরণ করতে বলেছেন?
-আইনুল বারী
---           -------                  ----

না। এর পক্ষে নিচের আয়াতটিই যথেষ্ট মনে করি।
'যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তা অনুসরণ করো না; নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আর অন্তকরণ- এদের প্রত্যেটির ব্যাপারে জিজ্ঞাসিত হবে।'--সূরাহ ইসরা(অধ্যায়-১৭),আয়াত-৩৬

অর্থাৎ জ্ঞানশূন্যভাবে (অবোধের মতো) কোনো বিষয় গ্রহণ করা উচিত নয়। আল্লাহ আমাদের শোনার শক্তি, দেখার শক্তি আর বিবেক-বোধ দিয়েছেন। এ গুলির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমেই কোনো বিষয়ে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। আর জ্ঞানেন্দ্রিয়ের যথাযথ ব্যবহারের জন্য আমরাই দায়ী। আমরা যদি ইচ্ছাকৃত অজ্ঞতার ডুবে থাকি, যদি অন্ধবিশ্বাসী থাকতে চাই তা হলে, এ জন্য আল্লাহর কাছে আমাদেরকে অপরাধী হতে হবে।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী