অপব্যাখ্যাত আয়াত ৪৮ঃ১৬- আল্লাহ কি ইসলাম ধর্ম গ্রহণ না করা পর্যন্ত যুদ্ধ করতে বলেছেন? -আইনুল

১০.অপব্যাখ্যাত আয়াত ৪৮ঃ১৬-
আল্লাহ কি ইসলাম ধর্ম গ্রহণ না করা পর্যন্ত যুদ্ধ করতে বলেছেন?
-আইনুল বারী
--    ---   ---

একটা অপপ্রচার ইন্টারনেটে বেশ বিচরণ করছে, কুর'আনে এমন আয়াত আছে যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন মুসলমান না হওয়া পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারীরা ও জংগীরা এ ব্যাপারে একমত। কাজেই ইসলাম ধর্মের মূলগ্রন্থেই সমস্যা আছে। এমন একটি আয়াত ৪৮ঃ১৬ উল্লেখ করে এর সপক্ষে যুক্তি দেয়া হয়।


আয়াতটির উদ্ধৃতাংশ,
'পেছনে থাকা মরুবাসীদেরকে বলে দিনঃ আগামীতে তোমাদেরকে এক পরাক্রান্ত জাতির বিরুদ্ধে আহবান জানানো হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যতোক্ষণ না তারা আত্ম-সমর্পণ করে (যুদ্ধে পরাজয় মেনে নেয়)...।'


প্রচলিত বাংলা অনুবাদ ও সাহিত্যে অর্থ করা হয়েছে, 'তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যতোক্ষণ না তারা মুসলমান হয়ে যায়।'


যুদ্ধে পরাজয় মেনে আত্ম-সমর্পণ না করা পর্যন্ত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, আর আল্লাহর কাছে আত্ম-সমর্পণ করে মুসলমান না হওয়া পর্যন্ত যুদ্ধ করা- এ দুটি কি এক ব্যাপার? যেহেতু শব্দটি 'আত্ম-সমর্পণ' তাই এর সোজা অনুবাদ করা হয়েছে 'মুসলমান'একেই বলে ফ্যালাসি!


মুসলমান হতে হলে বিচারবুদ্ধিতে বিশ্বাস স্থাপন করে আল্লাহর কাছে আত্ম-সমর্পণ করতে হবে, যুদ্ধে বশ্যতা স্বীকার করা আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে অনুগত হওয়ার মধ্যে ব্যবধান কতো খানি তা কি অনুধাবন করা এতোই কঠিন?


Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী