অপব্যাখ্যাত আয়াত-৮ঃ২২-এর ব্যাখ্যা -আইনুল

২৯.অপব্যাখ্যাত আয়াত-৮ঃ২২-এর ব্যাখ্যা
-আইনুল বারী
--          --           --
নিশ্চয়ই আল্লাহর কাছে তারাই নিকৃষ্ট জীব, যারা বধির মূ্, যারা অনুধাবন করে না’(সুরাহ আনফাল(অধ্যায়-), আয়াত-২২)
আয়াতটি পড়তে গিয়ে অবিশ্বাসীদের মনে হয় এখানে বোধহীন মানুষকে আল্লাহ গাল-মন্দ করেছে।আয়াতটির অর্থ অন্যভাবে ধরা পড়ে যদি তা অনুধাবন করি জ্ঞান-বিজ্ঞান যুক্তি-বোধের আলোকে
সাধারণভাবে আমরা জানি যে মানব মস্তিষ্ক আসল তিনটি মস্তিষ্ককে সমন্বয় করে আছে; বিবর্তবনবাদী দৃষ্টিকোনে মস্তিষ্কের আদি অংশটি যাকে ব্রেন স্টেম বলা হয় তা রেপ্টাইল বা স্বরীসৃপ গোত্রের পুরো মস্তিষ্কের সাথে তুলনীয়।প্রাণী জগতে মস্তিষ্কের বিবর্তন প্রক্রিয়ায় অবস্থা প্রায় ৫০ কোটি বছর আগে ছিলো। এরপর মস্তিষ্কে সংযোজিত হয় লিম্বিক ব্যবস্থা, যা ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীরা লাভ করে, উচ্চতর বিবর্তিত অংশ হিসেবে।মস্তিষ্কের সর্বশেষ বা আধুনিক অংশ হলো নিও কর্টেক্স, যেখানে জটিল চিন্তাগুলি মস্তিষ্ক করতে পারে। মানব মস্তিষ্কের এর চূড়ান্ত বিকাশ
তিনটি ধাপের মধ্যে ম্যামাল বা রেপ্টাইল মস্তিষ্কের জটিল চিন্তা করার কর্ম-ক্ষমতা নেই। রেপ্টাইল মস্তিষ্ক বা ব্রেন স্টেমের প্রধান কাজ হলো জীবনের মৌলিক কাজ সমাধা করা যা শ্বাস-প্রশাস হৃদস্পন্দনের মাঝে সীমাবদ্ধ। মস্তিষ্কের যে অংশকে বলা হয় এমিগডালা তা মূলত আমাদের সহজাত আবেগগত প্রক্রিয়ার সাথে সংযুক্ত। ম্যামাল মস্তিষ্কের মূল বৈশিষ্ট্য আবেগময় , সহজাত প্রবৃত্তির অনুশাসন। কিন্তু নিও কর্টেক্সে এসে আমরা বুদ্ধিবৃত্তির চর্চাকে সূক্ষ্ম চিন্তার জগতে নিয়ে জেতে সক্ষম হই, যেখানে অন্ধ বা সহজাত আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখি।
এজন্য মস্তিষ্কের বিবতর্ন প্রক্রিয়ায় মধ্য স্তরের স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ককে মানব মস্তিষ্কের যুক্তিবাদী অংশের তুলনায় অনিয়ন্ত্রিত আবেগময় বা সূক্ষ বোধহীন মস্তিষ্ক হিসেবে মনে হয়। মানুষ পূর্ণ বিকশিত মস্তিষ্ক পেয়েও কখনো কখনো এমন স্তরে নেমে যায়, যখন সে বোধ সত্তাকে ব্যবহার করে না- নিকৃষ্ট পশু বা পশুরও অধম হয়ে যায়
------
যারা অবিশ্বাসী তাদের পক্ষে এই ব্যখ্যা মেনে নেয়া কঠিন, কেননা তারা নবীকে কুরআনকে মিথ্যা মনে করেন।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী