হাদিসের সংশয়ঃ২( কতিপয় হাদিস পর্যালোচনা)-আইনুল বারী

৬০.হাদিসের সংশয়-( কতিপয় হাদিস
পর্যালোচনা)-২
-আইনুল বারী
-- --- ---
'শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের
সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। মুসলিম হাদিস অনুসারে,

যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন-পালন করে, প্রতিদিন ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়।
(মুসলিম : হাদিস ১৫৭৫; তিরমিজি : হাদিস ১৪৮৭)

এই হাদিসের বিপরীতে উপস্থাপন করলাম কুর'আনের দুটি আয়াত,
আপনি কি দেখেন না, জগতরাশি (নভোমন্ডল) ও পৃথিবীতে যারা আছে তারা সবাই, আর উড়ন্ত পাখিরা প্রত্যেকে
আল্লাহর পবিত্রতা বর্ণনা ঘোষণা করে? প্রত্যেকেরই এবাদত পদ্ধতি ও তসবিবিদ্যা (আল্লাহর পবিত্রতা বর্ণনার উপায়)
জানা আছে। আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে সর্বজ্ঞাত।’-সুরাহ নূর(অধ্যায়-২৪), আয়াত-৪১

আর এমন কোনো প্রাণী নেই এ পৃথিবীর অথবা কোনো পাখি যা ডানায় ভর করে
উড়ে কিন্তু তারা সবাই তোমাদের মতো এক একটা জাতি(উম্মত)।গ্রন্থে কোনো কিছু সম্পর্কেই উপেক্ষা করা হয় নি। পরে তারা সবাই তাদের প্রতিপালকের কাছে সমবেত হবে।’-সুরাহ আন'আম(অধ্যায়-৬), আয়াত-৩৮
এখন, বিবেক-বোধের কাছে প্রশ্ন করিঃ উপরের হাদিসটি কি কুরআনের এই দুই আয়াতের সাথে সামঞ্জস্য?
হাদিসটি কি কোনো ভাবেই মানবিক? না অ-মানবিক?
এক) কুরআনে কোথাও উক্ত হাদিসের সমর্থনে একটি আয়াতও নেই। কাজেই কুরআনের
ব্যাখ্যার জন্য হাদিসের প্রয়োজন এ ক্ষেত্রে সে যুক্তিও গ্রহণযোগ্য হবে না।
দুই) একটি জিনিস বুঝতে হবেঃ ইতিহাস বিস্মৃত হাদিস নয়, কুর'আনের কথাই নির্ভুল কথা যা আল্লহর
ওহি আকারে নবীর মুখ দিয়ে বেরিয়েছিলো। কাজেই কুর'আনের শিক্ষা বিরোধী কোনো হাদিসই
বিনা বিচারে গ্রহণ করা অনুচিত। বিভ্রান্তমূলক হাদিসের ইসলাম আর প্রামাণিক কুর'আনের ইসলাম এক ব্যাপার নয়। কুর'আনের ইসলাম মানব ধর্ম, আর বিভ্রান্তমূলক হাদিসের ইসলাম দানব ধর্ম।
কোনটা গ্রহণ করবেন তা আপনার বিবেক-বোধের ব্যাপার। আর আল্লাহর হেদায়েত ছাড়া সত্যকে জানা কারো পক্ষেই সম্ভব নয়, সে তিনি কোনো মুফতি-্মাওলানা-হুজুর হন অথবা বিজ্ঞ দার্শনিক হন।
তিন) আল্লাহ বলেছেন কুর'আন চিন্তাশীলদের জন্য। আর আর যারা বোধ ও বিবেক
দিয়ে যারা বিচার করে না তারা নিকৃষ্ট জীব। ঐসকল অ-মানবিক হাদিস মানুষের সহজাত বোধ-বিবেকে সাড়া দেয়না, তাই যারা বিশ্বাস করেন তারা গোঁড়ামি নিয়ে অবোধের মতোই বিশ্বাস করেন।
এই হাদিসগুলি নবীর কথা হতে পারে না, যিনি মানবতার ধর্ম প্রচারের জন্য এসেছেন।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী