মানুষ কীভাবে আশরাফুল মুখলুকাত, সৃষ্টির সেরা জীব? -আইনুল বারী

৭৮.মানুষ  কীভাবে আশরাফুল মুখলুকাত, সৃষ্টির সেরা জীব? 
-আইনুল বারী

ভুলভাবে প্রচার করা হয় যে মানুষ আশরাফুল মুখলুকাত বা সৃষ্টির সেরা। মানুষ জন্ম মাত্রই আশরাফুল মুখলুকাত বা সৃষ্টির সেরা হয়ে যায় না, বা আমৃত্যু আশরাফুল মুখলুকাত হয়েই থাকে এমন নয়। মানুষের পক্ষে সৃষ্টির সেরা হওয়ার গুণাবলী সম্ভাবনা আকারে রয়েছে, ও তা অর্জনের সামর্থ্যও রয়েছে, তবে সৃষ্টির অধম হওয়ার আশংকাও মানুষের মাঝে বিদ্যমান। মানুষকে সৃষ্টির সেরা হওয়ার সম্ভাবনাকে আত্মশক্তিতে আত্মশুদ্ধির মাধ্যমে অর্জন করতে হয়। এমনি এমনি হয়ে যায় না।
কুর'আনেই আল্লাহ বলেছেন, কারা তাঁর সৃষ্টির মাঝে সব চেয়ে নিকৃষ্ট স্তরের এবং সৃষ্টির সেরা কারা।

(১.)'তাদের মতো হয়ো না, যারা বলে যে, আমরা শুনেছি, অথচ তারা শোনেনা।'
নিশ্চয়ই আল্লাহর কাছে তারাই নিকৃষ্ট জীব, যারা বধির ও মূ্‌ক, যারা অনুধাবন করে না।’ -সুরাহ আনফাল(অধ্যায়-৮), আয়াত-২১,২২

'আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।' -৯৮/৬

নিশ্চয় আল্লাহর কাছে সকল জীবের মধ্যে তারাই নিকৃষ্টতম যারা অকৃতজ্ঞ-অস্বীকারকারী,যারা বিশ্বাস আনবে না।’- সূরাহ আনফাল(অধ্যায়-৮),আয়াত-৫৫

(২)নিশ্চয় যারা বিশ্বাস এনেছে ও সৎকর্মশীল, তারাই সৃষ্টির সেরা।’ -৯৮/৭

(৩) এ প্রসংগে এই আয়াতদুটিও প্রনিধাণযোগ্য,
'তারা কি কুর'আন নিয়ে গভীর ভাবে চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?' -সূরাহ মুহাম্মদ, অধ্যায়-৪৭ আয়াত-২৪


'এটি এই নয় যে চোখগুলি অন্ধ, অন্ধ সে হৃদয়গুলি।' -সূরাহ য়াল-হজ (অধ্যায়-২২),আয়াত-৪৬

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী