'ইসলাম' শব্দের অর্থ কী? -আইনুল

১৫.'ইসলাম' শব্দের অর্থ কী
-আইনুল বারী?
---             ------     ----

ইসলাম আরবী শব্দ, এর অর্থ আত্মসমর্পণ, আল্লাহর কাছে বিনীত আত্মসমর্পণ ।আরেকটু ব্যাখ্যা করে বললে, 'নিজের ইচ্ছাকে মহান প্রতিপালকের ইচ্ছার কাছে সমর্পণ করে দেয়া ও এর মাঝে শান্তি খুঁজে পাওয়া।' এটিই ইসলাম ধর্মের মূল কথা।আবার কেউ মনে করেন বলা শ্রেয়তর যে ইসলাম শান্তির ধর্ম, যেহেতু ইসলাম কথাটি এসেছে 'সালাম' শব্দ থেকে।সালাম শব্দের অর্থ শান্তি।

ইসলাম কথাটির অর্থ আত্মসমর্পণ, এ ব্যাপারে কোনো দ্ব্যর্থবোধকতা নেই।
ইসলাম বলতে তাই মহান সৃষ্টিকর্তা ও প্রতিপালকের কাছে আত্মসমর্পণের পবিত্র বিশ্বাসকে বোঝানো হয়েছে। এই পবিত্র বিশ্বাসই ধর্মের সারসত্তা। যারা এমন বিশ্বাস করেন তারাই মুসলমান, অর্থাৎ আত্মসমর্পণকারী, ধর্মবিশ্বাসী। এখানে ইসলাম কোনো নামবাচক শব্দ (proper noun) হিসেবে বিবেচিত নয়।

আজ থেকে অনু. ১৪০০ বছর আগে আল্লাহর একজন রাসুল ও নবীদের মাঝে যিনি শেষ নবী মোহাম্মদ (তাঁর প্রতি শান্তি) এই আত্মসমর্পণের ধর্ম প্রচার করে গেছেন। তিনি কুর'আনের ঐশী প্রত্যাদেশ পেয়েছিলেন এবং তাতে এই আত্মসমর্পনের শিক্ষাই দেয়া হয়েছে। ধর্মের সম্পূর্ণ জীবন বিধান বর্ণিত হয়েছে কুর'আনে।

ইহুদী সম্প্রদায়ে অনুসৃত ধর্মকে আমরা জানি 'যুডাইজম'/'জুডাইজম' হিসেবে। শব্দটি এসেছে হিব্রু হয়ে 'যুডাহ' থেকে(Judah (Yehudah יהודה)যুডাহ গোত্রীয় পরিচয় থেকে এরকম নামকরণ হয়েছে। কিন্তু এই ইহুদী গোত্রের বিশ্বাসী লোকেরা সৃষ্টিকর্তায় আত্মসমর্পনের ধর্মই মেনে চলতেন। অর্থাৎ তাদের ধর্মও ছিলো 'ইসলাম'
ক্রাইস্টের অনুসারী হিসেবে পরিচিত লাভ করেছে খৃষ্টান ধর্মীয় বিশ্বাস। ক্রাইস্ট থেকে হয়েছে খৃষ্টান।ক্রাইস্ট কে ছিলেন এ নিয়ে ট্রিনিটির তথা ঈশ্বর, ঈশ্বর পুত্র, পবিত্র আত্মা নিয়ে কিছু বিষয়ে দ্ব্যর্থবোধকতা থাকলেও খৃষ্টান বিশ্বাসে ঈশ্বর এক। খৃষ্টান ধর্মের মূল বিশ্বাসও ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ।

হিন্দু ধর্ম বলতেও আমরা বুঝি আঞ্চলিক পরিচয়ে ভারতীয় পরিচয়ের মানুষের অনুসৃত ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানকে। কেউ বলেন হিন্দু ধর্ম হচ্ছে বেদান্তের শিক্ষা। কিন্তু হিন্দু ধর্ম বলি আর বেদান্ত বলি, এ ধর্মের মূল প্রেরনাও একই সত্যের অভিমুখী, তা হলো ঈশ্বরে কাছে বিনীত আত্মসমর্পণ।

এমন কি পৃথিবীর প্রতিটি ধর্ম বিশ্বাসেই এক সর্বশক্তির আধার এক ঐশ্বরিক পরম সত্তা কাছে আত্মসমর্পনের আহ্বান জানায়। হয়তো যুগে যুগে মানব সভ্যতার এগিয়ে কালক্রমে এই ঐইশ্বরিক সত্তা নিয়ে মানুষের খন্ডিত মন নানা খন্ডিত রূপ-কল্পচিত্র একেঁছে। কিন্তু অন্তরালে একই সত্য অবিচল থেকেছে। অর্থাৎ মানব ধর্ম ইসলামই অনুসৃত হয়েছে

তাহলে 'ইসলাম' কথাটি উচ্চারণের সাথে সাথে কেনো আমরা ভুল অর্থ করি? হয়তো কথাটি বিদেশী ভাষা থেকে এসেছে তাই।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী