আল্লাহ কি ইব্রাহীম নবীকে(তাঁর প্রতি শান্তি) প্রিয় সন্তান কুরবাণী দিতে আদেশ করেছিলেন? -আইনুল

৪৩.আল্লাহ কি ইব্রাহীম নবীকে(তাঁর প্রতি শান্তি) প্রিয় সন্তান কুরবাণী দিতে আদেশ করেছিলেন?
-আইনুল বারী

আল্লাহ কি নবী ইব্রাহীমকে(তাঁর প্রতি শান্তি)  প্রিয় সন্তানকে কুরবাণীর আদেশ করেছিলেন?
কুর'আনে আছে কি কোথাও আল্লাহর এমন আদেশ?

এ কথা আছে বাইবেলে(জেনেসিস ২২ঃ১-১৯)। এ কথা আছে বাইবেলে(জেনেসিস ২২ঃ১-১৯)। মোল্লাতন্ত্র  তা থেকে নিয়েছে। তারা ভুল কথা বিশ্বাস করেছেন ও শেখাচ্ছেন।  গসপেলের অনেক কথাই আজ বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যায় হারিয়ে গেছে।তথাকথিত গসপেল ও হাদিস সত্য থেকে অনেক দূরে সরে এসে মানুষকে ধর্মের নামে উল্টো কথা শেখাচ্ছে।
পবিত্র কুর'আনে আছে, নবী ইব্রাহীম স্বপ্নে পেয়েছিলেন এমন ইঙ্গিত(৩৭ঃ১০২-১১১)।
কিন্তু আল্লাহ তাঁকে বাস্তবিকই এমন কোনো আদেশ দেননি। আল্লাহ কি সত্যি ইব্রাহীম নবীকে প্রিয় সন্তান কুরবাণী দিতে আদেশ করেছিলেন?
তিনি তাঁর সকল আদেশ- নির্দেশ প্রত্যাদেশ আকারে নাযিল করেছিলেন, ওহির মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন, স্বপ্নে নয়।
স্বপ্ন ও প্রত্যাদেশ এক জিনিশও নয়।
আল্লাহ এমন অন্যায় আদেশ দিতে পারেন না।যেখানে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন নিরীহ কোনো আত্মাকে হত্যাকে না করতে(৫ঃ৩২,৬ঃ১৫১,৫ঃ২৮,)নিরীহ মানুষের উপর কোনোরূপ অন্যায় ও অত্যাচার-অবিচার না করতে(৭ঃ২৮,১৬ঃ৯০)।
তবে কেনো তিনি তাঁর নবী-রাসুলকে এমন কিছু করতে বলবেন যা তিনি নিষেধ করেছেন? না, তিনি তা বলেন নি
আল্লাহ বলেছেন,শয়তানই মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয়। আর যখনই নবী-রাসুলগণ কিছু কল্পনা করেছে্ন, তখনই শয়তান তাদের কল্পনায় কিছু বিভ্রান্তি মিশিয়ে দেয়। তারপর আল্লাহই দূর করেন শয়তা্নের বিভ্রান্তি(২৪ঃ২১,২২ঃ৫২)।ঐ স্বপ্নও ছিলো মনোজগতের এক বিভ্রান্তি।
আল্লাহ তাঁর বান্দাদের বিশ্বাসের পরীক্ষা এমনভাবে কেনো নেবেন? তাই তিনি তাঁর প্রিয় নবীর হাতে নিজ সন্তা্নের কুরবাণী হতে দেন নি।




Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী