ইসলাম কি সর্ব প্রাণবাদ সমর্থন করে? -আইনুল বারী

৬৩.ইসলাম কি সর্ব প্রাণবাদ সমর্থন করে?
-আইনুল বারী
- --- ---         --

আমার কাছে মনে হয়েছে, বিশেষ অর্থে হ্যাঁ করে। 
ইসলাম ধর্ম (পবিত্র কুর'আনের আলোকে) এক বৈশিষ্ট্যপূর্ণ 'সর্বপ্রাণবাদ'(pan-animism)-এর সুস্পষ্ট ইঙ্গিত দেয়।  যদিও  এটি  শুনে হঠাৎ করে অনেকেরই খটকা লাগতে পারে। কিন্তু পবিত্র কুর'আনের বাণীগুলি গভীর মনযোগের সাথে পড়লে, মন স্থির করে একটু চিন্তা করলেই এ সত্যকে খঁজে পাওয়া যায়। সর্ব-প্রাণবাদ একটি মতবাদ, খুব সহজ ভাবে বললে, এর কেন্দ্রিয় বিশ্বাস হলোঃ শুধু প্রাণী জগত নয়, বরং সৃষ্টির সকল বস্তুরই 'প্রাণ' আছে। প্রাকৃতিক বস্তু জগতের  'প্রাণ-সত্তা'  প্রাণী জগতের জৈব- প্রাণের মতো না হলেও এটি এক ধরণের আত্মা-সদৃশ বা চেতনা-সদৃশ। বস্তু মাত্রই সচেতন, নিরেট সত্তাহীন পদার্থ মাত্রই নয়। কিন্তু তাদের অস্তিত্বের বিশেষত্ব  আমাদের বোধগম্যতার বাইরে বলে আমরা তাদের নিষ্প্রাণ বস্তু বলে মনে করি।

এর সমর্থনে পবিত্র কুর'আনের কিছু আয়াতের বর্ণণা করতে পারি।  

১) 'সাত আকাশ(জগত) আর পৃথিবী আর এদের মাঝে যা কিছু আছে সমস্তই তাঁর মহিমা ঘোষণা করে; আর একটি বস্তুও নেই যা তাঁর সপ্রশংস মহিমা ঘোষণা করে না;  কিন্তু তাদের এই মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমা পরায়ন।
-সূরাহ আল-ইসরা, ১৭ঃ৪৪

২) 'আমি পর্বতমালাকে তার অনুগামী করলাম, তারা সকাল-সন্ধ্যায় তার সাথে মহিমা(পবিত্রতা) ঘোষণা করতো।'
'আর পক্ষীকুলকেও, তার কাছে সমবেত হতো; সবাই ছিল তাঁর কাছে ফিরে আসতো।'
-সূরাহ সাদ, ৩৮ঃ১৮,১৯

৩)'তুমি কি দেখোনি যে, আল্লাহর প্রতি সশ্রদ্ধ প্রণত হয়( সেজদা করে) যা কিছু আছে নভোমন্ডলে, যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু আর অনেক মানুষ; যখন  অনেকের জন্য ধ্বংস অবধারিত/পাওনা হয়েছে । আল্লাহ যাকে অবনমন করেন করেন, তাকে কেউ সম্মানিত করতে পারে না। নিশ্চয়! আল্লাহ করেন তাঁর ইচ্ছায়।'

-সূরাহ হজ্জ্ব, অধ্যায়-২২, আয়াত-১৮

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী