হিজাব কি নারীর মর্যাদার অবমূল্যায়ন ঘটায়? -আইনুল বারী

৭৭. হিজাব কি নারীর মর্যাদার অবমূল্যায়ন ঘটায়?
-আইনুল বারী


তাহলে মানুষ পোশাক পরে কেনো? শ্লীলতা/অশ্লীলতা, শালীনতা এসবের কোনো মূল্য নেই?
ইসলামে হিজাবের সঠিক অর্থ কখনোই নারীর মর্যাদার অবমূল্যায়ন পারে না, হিজাব কখনোই পোশাকের বাড়াবাড়ি নুয়। বরং এ হচ্ছে শালীনতার জীবন বোধ। পুঁজিবাদী সমাজে আমরা দেখি কীভাবে নারী স্বাধীনতার নামে বিজ্ঞাপন নারী-পুরুষকে পণ্য বানিয়ে অপমান করছে। পাশ্চাত্য দুনিয়ার নারীবাদীরাই এখন এসবের বিরুদ্ধে উচ্চকিত। 

নিচের আয়াতগুলিতে আল্লাহ বলছেন,

‘হে নবী! আপনি আপনার স্ত্রী ও কন্যাদের আর বিশ্বাসী নারীদের বলে দিন, তারা যেনো তাদের নিজেদের ওড়না ভালো মতো জড়িয়ে নেয়। তাদেরকে চিনতে পারার জন্য এটি অপেক্ষাকৃত ভালো উপায়, আর এতে তারা উত্যক্ত হবে না, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ -সুরাহ আহযাব (অধ্যায়-৩৩), আয়াত ৫৯

‘যারা বয়স্ক নারী, বিবাহিত জীবনের আশা নেই, তাদের কোনো অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে বর্হিবাস খুলে রাখে, আর যদি এ হতেও বিরত থাকে, তবে এটা তাদের জন্য আরো ভালো। আল্লাহ সব কিছু শোনেন, জানেন।‘ -সুরাহ নূর(অধ্যায়-২৪), আয়াত ৬০

‘হে আদম সন্তান! আমি তোমাদের পোশাক সৃষ্টি করেছি লজ্জা স্থান ঢাকবার ও সৌন্দর্যের জন্য, আর তাকওয়ার পোশাকই উত্তম। এটা আল্লহর নিদর্শন সমূহের অন্যতম যেনো উপদেশ গ্রহণ করে।’

‘হে আদম সন্তান! শয়তান যেনো বিপদে না ফেলে, সেভাবে সে তোমাদের মাতা-পিতাকে বেহেশত হতে বের করেছিলো; সে তাদের লজ্জা স্থান দেখানোর জন্য তাদের বিবস্ত্র করেছিলো। সে ও তার দল তোমাদেরকে এমনভাবে দেখে অথচ তোমরা তাদেরকে দেখো না। যারা ঈমান আনে না। আমি শয়তানকে তাদের বন্ধু করেছি।’ -সুরাহ আ’রাফ(অধ্যায়-৭) আয়াত-২৬,২৭

'ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।' -সূরাহ নূর(অধ্যায়-২৪),আয়াত-৩১

আয়াতগুলি কি শালীনতার চর্চার চেয়ে ভিন্ন কিছু বুঝিয়েছে? হিজাব কি শুধুমাত্র বাড়তি পোশাকে শরীরকে আবৃত করে রাখা? হিজাব শুধুমাত্র বাড়তি পোশাকে শরীরকে আবৃত করে রাখা নয়! পোশাকের পাশাপাশি এ পবিত্র বিশ্বাসেরও আবরণ। যদিও শালীনতা ও মুসলিম পরিচয়ই মূখ্য কিন্তু এর মাঝে অন্তর্নিহিত আছে এক কালজয়ী ক্ষমতা , নীরবে সমাজ রূপান্তরের বিপ্লবী ক্ষমতা।

হিজাব মহান আল্লাহর তরফ থেকে বিশ্বাসী নারীদের জন্য এক রক্ষাকবচ। তিনি একা নন, এই বিশ্বাস নিয়ে তিনি পথ চলেন যে তাঁর প্রতি পদক্ষেপ তাঁর মহান প্রতিপালকের অশেষ রহমতের ছায়াতলে নিরাপদ আছে। হিজাবের এমন শক্তি নারীদের প্রতি পথে-ঘাটে উত্যক্তকারীদের উদ্ধৃত দৃষ্টিকে অবনত করতে বাধ্য করে, তাঁকে সন্মান করতে অনুপ্রেরণা যোগায়। অশুভ দৃষ্টির কাছে এক ধরণের ভীতি এনে দেয়। তাদের প্রতি এই বার্তাই পৌঁছে দেয় যে 'আমার আত্মা পবিত্র, আর তাই তোমরা দূরে থাকো।

এক পবিত্র ও আশ্চর্য রাজকীয় সৌন্দর্যমন্ডিত মর্যাদাবোধ তৈরি হয় ; তিনি যেনো এক সম্মানিত রাণী বা রাজকন্যা । যখন তিনি রাস্তা ধরে হেঁটে যান বা শান্তভাবে পথ চলেন তাঁর চার পাশ সতর্ক হয়ে যায়, আর হয় ইসলামের পবিত্রতায় আলোকিত। আর অন্যের কাছে নিরবে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। যেনো ইসলামের চলমান দাওয়াত। এ হলো সত্যিকার নারীবাদী প্রজ্ঞা, যা থেকে পাশ্চাত্য আজও দূরে আছে। এটিই প্রকৃত নারী স্বাধীনতা! এটি ইসলামের সৌন্দর্য!



Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী