পিপীলিকার ভাষা আছে? -আইনুল
৪৯.পিঁপড়ের ভাষা আছে?
-আইনুল বারী
‘যতোক্ষণ না তারা পিঁপড়েরউপত্যকায় পৌঁছুলো,আর তখন এক পিঁপড়ের বলে উঠলোঃ ওহে পিঁপড়েরা! তোমরা তোমাদের ঘরে ঢোকো,পাছে সুলায়মান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে না পিষ্ট করে ফেলে।’
-সূরাহ আন-নামল(অধ্যায়)-২৭) আয়াত- ১৮
পিপঁড়ে্রেদের নিজেদের মধ্যে যোগাযোগ হতে পারে, কথা হতে পারে, এটি এখন কল্পকথা নয়, বৈজ্ঞানিক আবিষ্কারও বটে। তবে তাদের ভাষা ভিন্ন প্রকৃতির, যা তাদের নিজেদের মধ্যে জীবন যাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় গভীর যোগাযোগের জন্য যথেষ্টই। প্রাথমিক ভাবে তারা ভাষাগত যোগাযোগের জন্য ব্যবহার করে ফেরোমোন(Pheromones)নামক এক ধরণের রাসায়নিক পদার্থ। যখন কোনো পিঁপড়া আহত হয় তখন সে একটি সতর্ক রাসায়নিক ফেরোমোন বার্তা ছড়িয়ে দেয় যেনো কাছাকাছি অন্যরা নিরাপদ আশ্রয় নেয়, কিছু ফেরোমোন বার্তা তারা তৈরি করে শ্ত্রুকে ধোঁকা দিতে। একে বলে প্রোপাগান্ডা-ফেরোমোন বা গুজব ছড়ানোর ফেরোমোন । এভাবে খাদ্যের উৎসের খোঁজ, পথ চেনার, আবাস স্থলের ঠিকানা জানার, খাদ্য সংকটের সতর্ক বার্তা পৌঁছে দেয়ার, এমন আছে নানা ধরণের বার্তা ভান্ডার। যোগাযোগের জন্য তাদের আরো আছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ঘ্রাণশক্তি ও বার্তা গ্রহণ, প্রেরণের স্মার্ট এন্টেনা ব্যস্থা।
(পুরোনো লেখা।)
Comments
Post a Comment