কিবলার দিক পরিবর্তন: কেনো বাইতুল মুকাদ্দাস থেকে কা'বার দিকে? -আইনুল
৩৬.কিবলার দিক পরিবর্তন: কেনো বাইতুল মুকাদ্দাস থেকে কা'বার দিকে?
-আইনুল বারী
-- -- ---- ---
কথিত আছে দ্বিতীয় হিজরী সালের(৬২৪ খৃঃ)
ফেব্রুয়ারি মাসে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কা'বা ঘরকে
কিবলা করা হয় । অর্থাৎ সালাতের সময় কা'বার দিকে
মুখ ফেরানোর নির্দেশ এলো রাসুলের(তাঁর প্রতি শান্তি) কাছে। এর ফলে মুসলমানদের মাঝে
বিশৃঙ্গখলা সৃষ্টির জন্য বা গুপ্তচর বৃত্তির জন্য যে সমস্ত প্রতারক ইহুদীরা
মুসলমানদের সারিতে এসে দাঁড়াতো তাদের স্বরূপ উম্মোচিত হলো। তারা তখন পৃথক হয়ে
নিজেদের প্রকৃত অবস্থানে ফিরে গেল।সালাতে মুসলমানদের সারিগুলি কপটতামুক্ত হয়ে
পবিত্র হলো। এ ছাড়া আরেকটি বিষয় স্পষ্ট হলো, তখন থেকে
কা'বা ঘরকে ঘিরে সলমানদের দৃঢ়
প্রতিজ্ঞ লক্ষ্য স্থির হলো- যেখান থেকে তারা বিতাড়িত হয়েছিলো,সেখানেই
পূর্ণ অধিকারে ফিরে যাবার প্রত্যয় জন্ম নিলো।
কিবলার পরিবর্তন প্রসংগে কুর'আনের আয়াতে
আল্লাহ জানালেন,
'লোকেদের মাঝে নির্বোধরা বলবেঃ কীসে
তাদেরকে সরিয়ে নিলো ঐ কিবলা থেকে,
যার উপর তারা ছিলো?
বলুনঃ পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন।
'এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি
হিসেবে নিযুক্ত(/প্রতিষ্ঠিত) করেছি
যাতে তোমরা মানবজাতির জন্য স্বাক্ষী হতে পারো,আর রাসুল
তোমাদের জন্য স্বাক্ষী হন।
আর আপনি যার উপর প্রতিষ্ঠিত আমি সেই কিবলাকে(প্রার্থণার অভিমুখ) নির্ধারণ
করেছিলাম এই জন্য যাতে আমি জানি যে, কে রাসুলকে
অনুসরণ করে, আর কে পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে যায়।
নিশ্চয় এটি কঠিনতর কাজ, তবে তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ
দেখিয়েছেন।আল্লাহর উদ্দেশ্য এই নয় যে তোমাদের বিশ্বাস নিষ্ফল হতে দিবেন;
কেননা আল্লাহ মানুষের প্রতি বড় করুণাময়,ক্ষমাশীল।'
- সূরাহ
বাক্বারাহ(অধ্যায়-২),আয়াত-১৪২,১৪৩
Comments
Post a Comment