হাদিসের সংশয়-৩ -আইনুল বারী
৬২.হাদিসের সংশয়-৩
-আইনুল বারী
--- -- ---
আমরা দেখছি অনেক হাদিস প্রত্যাদেশ ধরণের যা কি না এক
মাত্র প্রত্যাদেশের মাধ্যমেই নবীজির পক্ষে পাওয়া সম্ভব। তবে সেগুলি সত্যিকার
প্রত্যাদেশ হলে কেনো পবিত্র কুর'আনের অন্তর্ভুক্ত হলো না?
অথচ আমরা জানি ও মানি, পবিত্র কুর'আনই
তাঁর প্রেরিত প্রত্যাদেশ সমূহের পুর্ণ রূপ, এবং মানুষের জন্য এর
মধ্যে কোনো কিছুই বাদ নেই।
বিভিন্ন হাদিসের পরস্পর স্ববিরোধিতা কী ইঙ্গিত করে?
হাদিসে অন্য উৎগুলি বাদ দিলেও বুখারী ও মুসলিমের সহিহ
হাদিসগুলির মাঝেও রয়েছে অনেক স্ব-বিরোধ। স্ব-বীরোধ গুলির প্রতি মনোযোগ দিলে কমন
সেন্সেই বলে দেয় শ্রুতি
হাদিসগুলি বিভিন্ন মাত্রায় গুজব উপকরণ অথবা ও বর্ণনাকারীর কাছ থেকে কিছু সংযোজন
বিয়োজন হয়েছে বা নতুন কথা বা শব্দের অনুপ্রবেশ ঘটেছে। যা হয়তো ক্ষেত্র বিশেষে মূল
অর্থকেই পালটে দেয়। এই স্ববিরোধী হাদিসগুলি একে একে তুলে ধরা তুলনা করা যায়,
কিন্তু সে এক বিরাট ব্যাপার হবে, যারা
হদিস নিয়ে গবেষণা করেন তাদের জন্যে এটি একটি গুরুত্বপুর্ণ তত্ত্বানুসন্ধান হওয়া
উচিত।
তাই হাদিস-সুন্নাহ নিয়ে নির্মোহ দৃষ্টিতে তথা
সঠিক ঐতিহাসিক গবেষণা পদ্ধতি অবলম্বন করে গ্রহণ-বর্জন
করা উচিত। হাদিস গ্রহণ-বর্জনে বিচার-বিযুক্তবাদের পরিণতি ভয়ংকর হচ্ছে, তা
থেকে নানা ধরণের ফিতনা সৃষ্টি হয়ে আজ প্রকৃত ইসলামের শিক্ষা থেকে আমাদের বিচ্যুতি
ঘটছে। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন, সত্য জানার তৌফিক দান
করুন।
কুর'আন ও হাদিসের কন্ঠস্বর কি একই বলে মনে
হয়?
আল্লাহর বাণী কুর'আন ২২বছরেরও বেশি
সময় ধরে প্রত্যাদিষ্ট হয়েছে, নবীর(তাঁর প্রতি
শান্তি)যে কন্ঠস্বরে, সেই কন্ঠস্বরের সাথে বিপুলায়তন
হাদিসের কন্ঠস্বরের মিল খুঁজে পাওয়া যায় কি?
আমার কাছে মনে হয় নি কুর'আনের মনস্তত্ত্বের সাথে
বিভিন্ন হাদিসের মনস্তত্ত্বের মিল আছে। লক্ষ লক্ষ হাদিস পরষ্পর দ্বন্দ্বরত, পলিফনির মতো অজস্র কন্ঠস্ব্ররের হৈহট্টগোল সৃষ্টি
করে। বোঝা যায় হাদিসগুলিতে বিভিন্ন সময়ের বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন মেজাজ ও
চিন্তা-ধারার সংমিশ্রণ রয়েছে। যেখানে কুর'আনে ২২ বছর জুড়ে
একটাই কন্ঠস্বর, বাণীর ধারা, মহিমান্বিত।
(এই নোটটি আরও অনেক বিস্তৃত করা যেতো। ভবিষ্যতে, আশা রাখি, আল্লাহ চাইলে।)
Comments
Post a Comment